ডা.আরমান আহমদ শিপলুর তনয়া ফাতেহা ইয়াসমিন কে হেনস্তার অপচেষ্টা

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :সিলেটের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের নাতনি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলুর মেয়ে এ লেভেল ফাইনাল পরীক্ষার্থী ফাতেহা ইয়াসমিন কে হেনস্হা করার অপচেষ্টা করা হয়েছে। ফাতেহা ইয়াসমিন গতকাল ১৯ আগস্ট সোমবার নগরীর আম্বরখানাস্হ বৃটিশ কাউন্সিলে এ ২ (এ লেভেল চূড়ান্ত) পরীক্ষার রেজিস্ট্রেশন শেষ করে নিচে নামা মাত্র তার স্কুলের তিনজন শিক্ষার্থী, ও অপরিচিত দুইজন তার গতিরোধ করে। পরে ডা. শিপলুর কন্যা হওয়ার কারণে তাকে কান ধরে উঠবস করতে বলে।

 

 

ফাতেহা তাতে অস্বীকৃতি জানালে এক যুবক তার ধাক্কা দিলে ফাতেহা চিৎকার করেন এবং তার চিৎকারে আশপশের কয়েকজন এগিয়ে আসলে যুবকরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জামাল আহমদ বলেন আমরা একজন মেয়েকে ৩- ৪ জন লোক ঘিরে ধরতে এবং তাকে ধাক্কা দিতে দেখেছি। সাথে সাথে আমরা কয়েকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। স্হানীয় আরেকজন ব্যবসয়ী মতিউর রহমান বলেন যুবকরা শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এ ব্যাপারে ডা. আরমান আহমদ শিপলুর হোয়াটসঅ্যাপে কথা বললে তিনি বলেন আমার মেয়েরা মানসিকভাবে চরম বিপর্যস্ত। আমার রাজনৈতিক প্রতিপক্ষ হয়ত এমন ঘৃন্য কাজ করেছে। আমার বড় মেয়ে ফাতেহা ও ছোট মেয়ে আরিবাহ তাদের সিলেট গ্রামার স্কুলের বাইরে গাড়িতে উঠার সমায় গত ১৬ আগস্ট এমনি আরেকটি ঘৃন্য ঘটনার সম্মুখীন হয়েছে। সেদিন তাদের স্কুলের এক শিক্ষিকা ফারজানা লিনু ও তার স্বামী স্হানীয় ওয়ার্ড কাউন্সিলার উজ্জ্বলের নেতৃত্বে কয়েকজন লোক আমার মেয়েদের উদ্দেশ্য করে গালাগালি করে, ভেংচি কাটে এবং তারা গাড়িতে উঠার পর থুথু ছুঁড়ে ও পানির বোতল ছুঁড়ে মারে।

 

এখন আমি সহ আমার পুরো পরিবার আজ নিরাপত্তাহীন, আমাদের প্রাননাশের চেষ্টা করা হচ্ছে। আমি উদারপন্থী রাজনীতি করেছি বলে ডানপন্থী উগ্র রাজনীতির সাথে সম্পৃক্ত দুর্বৃত্তরা এমন কাজ করেছে। আইনের আশ্রয় নিয়েছেন কিনা জানতে চাইলে ডা. শিপলু বলেন দেশের কোথাও আজ আইনের শাসন নেই। আমি প্রানভয়ে প্রকাশ্যে বের হতে পারছি না। আমার বাড়ি, হাসপাতাল চেম্বারে হামলা হয়েছে। আমার ভাই কোতোয়ালি থানায় যোগাযোগ করলেও থানার পক্ষ থেকে কোনধরনের সহযোগিতা করা হয়নি। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন৷

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *