মুক্তিযোদ্ধা কোটা ৩০% রায়কে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিল ও সমাবেশ

মহামান্য হাইকোর্ট কর্তৃক মুক্তিযোদ্ধা কোটা ৩০% পুনর্বহাল এর রায়কে স্বাগত জানিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট এর যৌথ উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) দুপুর ২টায় জিন্দবাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে সামন থেকে মিছিলটি শুরু হয়েছে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মনোজ কাপালি মিন্টুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সর্বশেষ নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল। তিনি ৩০% মুক্তিযোদ্ধা কোটার পক্ষে উচ্চতর আদালতের রায় অবিলম্বে কার্যকর করার আহবান জানিয়ে বলেন, ২০১৮ সালে জারিকৃত কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র বাতিল সহ কোটার রায় বাস্তবায়ন করতে হবে। তিনি মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অবিলম্বে প্রধানের জন্য সরকার নিকট আহবান জানান এবং রিটকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান অহিদুল ইসলাম তুষারকে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য কাজ করায় ধন্যবাদ জানান।
মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের ডেপুডি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর ইউনিট কমান্ডের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা অমলেন্দু দাস, বীর মুক্তিযোদ্ধা হাজী ছালিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা প্রীতিকুসুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সলিম উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা রজণীকান্ত দাস, বীর মুক্তিযোদ্ধা পরিতোষ দাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সহ সভাপতি ডা. আবুল বাশার জুয়েল, সহ সভাপতি মো. আব্দুল কাইয়ুম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক অসিম সরকার, প্রচার সম্পাদক সমর দাশ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট সদর উপজেলা শাখার সভাপতি মো. ইউসুফ আলী, সিনিয়র সহ সভাপতি মনজুরুল ইসলাম মনজু, সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. শহিদ আলী, দপ্তর সম্পাদক শাহ আলম,  প্রচার সম্পাদক আঃ করিম।
আরো উপস্থিত ছিলেন সদস্য আবদুল আহাদ, আবেদ আলী, জোবের আলী, আব্দুল আওয়াল, প্রানেশ তালুকদার, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মো. ফয়সল মাহমুূদ, তথ্য প্রযুক্তি সম্পাদক শাহিন আহমদ, সদস্য এমরান, আফতাব আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগন্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ সভাপতি আব্দুল মুকিত, সহ সভাপতি শাহানুর আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সুহেল মিয়া, আফজল হোসেন হিরা, ফারুক আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শফিউল আলম মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, সদস্য শাহানুর আলম, হরিপদ সরকার, শিহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি ফারুক মিয়া, সদস্য সাদিক মিয়া প্রমূখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *