হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা নিহত

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলের এক সেনা নিহত হয়েছেন। বুধবার উত্তর ইসরাইলের লেবানন সীমান্তে ওই ড্রোন হামলা হয়। বৃহস্পতিবার ভোরে এক সেনা নিহতের এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলি বাহিনী (আইডিএফ)। সার্জেন্ট পদধারী নিহত ওই সেনার নাম রেফায়েল কাউডার্স। যার বয়স আনুমানিক ৩৯ বছর। খবর টাইমস অফ ইসরাইলের।

উত্তর ইসরাইলের শহর হুরফিশের লেবানন সীমান্তে দায়িত্ব পালন করছিলেন রেফায়েল। ড্রোন হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ওই অঞ্চলের একটি হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে মারা যান তিনি।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, ওই হামলায় এক রিজার্ভ সেনাও গুরুতর আহত হয়েছে। ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ  ইসরাইলি স্থাপনা লক্ষ্য করে গত অক্টোবর থেকে হামলা চালাচ্ছে।

হামাসের হামলায় ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬৪৫ ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছে।  এদিকে গাজায় স্থায়ী যুদ্ধ বিরতিতে যেতে অবিলম্বে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে হামাস। বিশ্বব্যাপী বিভিন্ন পক্ষের যুদ্ধবিরতির আহবান উপেক্ষা করে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গাজায় চলমান সংঘাতের মাঝে লেবানন সীমান্তে হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আরো জোরদার কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *