জনকল্যাণমুখী বাজেট প্রনয়নের আহ্বান জানালেন এড. মাওলানা আব্দুর রকিব

আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য বর্তমান সরকারের ৮ লাখ কোটি টাকার বাজেটের প্রতি বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মাওলানা আব্দুর রকিব।
বৃহস্পতিবার (৬ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, ৮ লাখ কোটি টাকার বাজেট দেশের অধিকাংশ সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের কল্যাণে আসবে না। তিনি বলেন, এই বাজেটে জনগণের কল্যাণের জন্য কিছু নেই। বিরাট ঘাটতি ও ঋণের বাজেট বাস্তবায়ন যোগ্য নয়। সরকারি-বেসরকারি বিনিয়োগ না বাড়লে, কর্মসংস্থান না হলে মানুষের উপকারে আসবে না। তিনি মাথাভারী বাজেট সংশোধন করে জনকল্যাণমুখী বাজেট প্রনয়নের জন্য মাননীয় জাতীয় সংসদের দায়িত্বশীল মহান সংসদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *