হযরত শাহজালাল (রহ.) ইসলামের সুমহান শান্তির বাণী নিয়ে এ অঞ্চলে এসেছিলেন

‘হযরত শাহজালাল (রহ.) ইসলামের সুমহান শান্তির বাণী নিয়ে এ অঞ্চলে এসেছিলেন।  প্রত্যন্ত দুর্গম এলাকায় তার সাথীদেরকে পাঠিয়ে সমগ্র সিলেট ও আশেপাশের এলাকার মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেন। একই সাথে শাহজালালের তলোয়ার অন্যায়-অবিচারের বিরুদ্ধে তার আপসহীনতার প্রতীক।’

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২৮৪ তম সাহিত্য আসরে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৫ তম ওফাত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল (রহ.) বিষয়ক গবেষক ড. মো. তুতিউর রহমান।

সাইক্লোনের কার্যকরী পরিষদ সদস্য কবি কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার ও নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক জালালী-শাজলী, কবি-গবেষক শামসীর হারুনুর রশীদ, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুছ শমসাদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, প্রফেসর ডা. আবদুল মজিদ, গল্পকার সেলিম আউয়াল, কবি বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর মো. আমিনুল ইসলাম, এডভোকেট মো. আবদুল মালিক, কবি ইছমত হানিফা চৌধুরী। কবি মো. ওমর ফারুকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সাহিত্য আসরে লেখাপাঠে অংশ নেন কবি ছয়ফুল আলম পারুল, কবি শান্তা কামালী, জুবের আহমদ সার্জন, মাজহারুল ইসলাম মেনন, কুবাদ বখত চৌধুরী রুবেল, মকসুদ আহমদ লাল প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *