শিক্ষক ও অভিভাবকদেরকে শিক্ষার্থীদের মানসিক বিকাশের দিকে নজর রাখতে হবে

শিক্ষক ও অভিভাবকদেরকে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশের দিকে নজর রাখতে হবে। শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকে অভিভাবকদেরকে বিশেষ নজর রাখতে হবে। বুধবার ৫জুন  ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরস্থ এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতায় অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন।  

এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক সালেহ ইবনে শিহাবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আব্দুল আহাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা সিলেট অফিসের এডুকেশন অফিসার মোঃ হাবিবুর রহমান মাহবুব এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুকের বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্রী দিলীপ রঞ্জন কুর্মী, আশা’র বিমান বন্দর শাখার ম্যানেজার তৃপ্তি মজুমদার, সাহেবের বাজার শাখার শিক্ষা অফিসার মিজানুর রাহমান, বিমান বন্দর শাখার শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ।

মতবিনিময় সভায় আশা’র কর্মকর্তারা জানান, আশা শিক্ষা কর্মসূচির আওতায়  সিলেট জেলায় ১৯ ব্রাঞ্চের অধীনে ২৮৫ জন শিক্ষকের মাধ্যমে ৭৭৩৭জন পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে পাঠদান দেওয়া হচ্ছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *