ওসমানী হাসপাতালের সেবার মান বৃদ্ধি পাওয়ায় শোয়া কর্মসূচীর পরিবর্তে পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান ২৭ মে সোমবার

সিলেট কল্যাণ সংস্থা, সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ২৪ মে ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১৪তম সাপ্তাহিক সভা এবং ওসমানী হাসপাতাল থেকে সবধরনের জনদূর্ভোগ লাঘব ও দুর্নীতি দূর করার দাবীতে ওসমানী হাসপাতালের সম্মুখে ২৭ মে সোমবার ১০ মিনিট শোয়া কর্মসূচী সফলে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্যে বর্তমান সময়ে ওসমানী হাসপাতালে সেবার মান নিয়ে আলোচনা করা হলে সবাই একমত হন যে, সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে বর্তমানে পূর্বের অবস্থা থেকে সেবার মান অনেকটা বৃদ্ধি পাওয়ায় উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে ২৭ মে সোমবার ১০ মিনিট শোয়া কর্মসূচীর পরিবর্তে ওসমানী হাসপাতালের অন্যান্য সকল সমস্যা নিয়ে পূনরায় ২৭ মে পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ তালের হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক বিজিত চন্দ, প্রচার সম্পাদক পিযোষ মোদক, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সহ-সাধারণ সম্পাদক মোঃ রমজান আহমদ শাকিল, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিবিযুকস’র হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আলী জাবেদ মান্না, সিবিযুকস’র সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়া, সচেতন যুব সমাজের পক্ষ থেকে মোহাম্মদ আলী, বাবুল আহমদ ও রেদুওয়ান আহমদ।

সভা থেকে আগামী ২৭ মে সোমবার বেলা ১১.৩০ ঘটিকায় ওসমানী হাসপাতাল থেকে সবধরনের জনদূর্ভোগ লাঘব ও সব ধরনের সমস্যা সহ দুর্নীতি দুর করার দাবীতে ওসমানী হাসপাতালের পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে সিলেটপ্রেমী সচেতন নাগরিকবৃন্দ সহ সংস্থাগুলোর সর্বস্তরের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *