আব্দুল হক পাঠাগারের শুভ উদ্বোধনকালে বক্তারা বই হচ্ছে অমূল্য সম্পদ

জাহানারা হক ফাউন্ডেশনের পরিচালিত মো: আব্দুল হক পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ মে) রাতে নগরীর শাহী ঈদগাহে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাহানারা হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মো: আব্দুল হক পাঠাগারের পরিচালক মো: আব্দুল ওদুদের সভাপতিত্বে ও সহীহ্ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী ক্বারী রুহুল আমিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক কবি মো: সাজ্জাদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি সিলেট সার্কেলের ডিজিএম মো: আজিজুর রহমান, ডিআইজি অফিস সিলেটের ইনচার্জ মো: আব্দুন নুর, তাজপুর ডিগ্রি কলেজের অধ্যাপক মো: খসরুজ্জামান, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের রেজিষ্টার ডা: মুফতি মো: সামস, সহীহ্ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কাজীটুলার প্রধান ক্বারী মাওলানা মো: কামরান হোসেন, নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল এম. আমির উদ্দিন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুভূতি ব্যক্ত করেন এনভয় গ্রুপের সিস্টেম ইঞ্জিনিয়ার মো: আশিক তানভীর, এমজিএইচ গ্রুপের সিনিয়র এক্সিকিউটিব মো: নূরে আলম সিদ্দিকী, চেতনা যুব পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাসিব, মানরু শপিং সেন্টারের ইমাম মাওলানা আব্দাল হোসাইন, শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ, সদস্য ইসতিয়াক আহমদ, মো: সাইফুল্লাহ প্রমুখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন গোলাম মোহাম্মদ জুনেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বই হচ্ছে অমূল্য সম্পদ। যে জাতি বই এর কদর করতে জানে সে জাতি তত উন্নত। বই হোক আপনার জীবন পরিবর্তনের প্রধান হাতিয়ার স্লোগানের সূত্রধরে বলেন, আজ জাহানারা হক ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই সমাজের মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করবে। বর্তমানে মোবাইলে বুদ হয়ে না থেকে সবাইকে বইমুখী হওয়ার আহ্বান জানান। জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগটি ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *