তীব্র গরমে বিশুদ্ধ পানি বিতরণ করছে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশন

সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে নগরীর ৪নং ওয়ার্ডের আম্বরখানা দর্শন দেউড়ি এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ শীতল পানি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ মে) বাদ জুম্মা আম্বরখানা দর্শন দেউড়ি এলাকায় তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাকের এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, লংবিজ্র বারকিং ডেগেনহামের কাউন্সিলর ফারুক চৌধুরী, আশরাফ গাজি, আহমদ মনির চৌধুরী, শাহিন খান, এনামুল কুদ্দুস চৌধুরী এনাম, সাইদ আহমদ চৌধুরী, মুশেদ আহমদ চৌধুরী, আবিদ আহমদ রফি, ইমরান গাজি, মাহফিজুল কিবরিয়া, রাহি আহমদ, জাহিদ হাসান পাভেল, আলভি আহমদ চৌধুরী, গুলাজার আহমদ, ফেরদস আহমদ চৌধুরী, মারুফ আহমদ,  এম এ খান শাহিন, মুন্তাসির, মইনুল, শাকিল, আশরাফ প্রমুখ।
এসময় সভাপতির বক্তব্যে ওমর মাহবুব বলেন, গত কয়েক দিনের প্রচন্ড গরমে জন্য জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, বিশেষ করে শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে। তাপপ্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালক ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে বিশুদ্ধ শীতল পানি বিতরণ করেছি আমরা। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *