ভারতীয় সহকারী হাই কমিশনার,সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর মতবিনিময়

ভারতীয় সহকারী হাই কমিশনার,সিলেট এর সহিত সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর মতবিনিময়। ২২মে,২০২৪ইং তারিখ বুধবার নব নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার,সিলেট শ্রী চন্দর শেখর এর সহিত সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক মতবিনিময় অনুষ্টিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার,সিলেট শ্রী চন্দর শেখর ও মানস কুমার মুস্তাফী, দ্বিতীয় সচিব(প্রেস,তথ্য,সংস্কৃতি ও শিক্ষা) সহকারী ভারতীয় হাই কমিশন,সিলেট।এসএমসিসিআই এর পক্ষে উপস্থিত ছিলেন ১ম সহ সভাপতি আব্দুল জব্বার জলিল, পরিচালক হোরায়রা ইফতার হোসেন,পরিচালক অজয় কুমার ধর, পরিচালক মো: জহির হোসেন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন। এসময় ভারতীয় সহকারী হাই কমিশনার,সিলেট এসএমসিসিআই এর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান। এসএমসিসিআই এর পক্ষ থেকে নব নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার,সিলেটকে ধন্যবাদ জানানো হয়। এসময় দ্বিপাক্ষীক ব্যবসায়ী বাণিজ্য উন্নয়ন ও ভারতীয় ভিসা প্রাপ্তী সহজীকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় ভারতীয় সহকারী হাই কমিশনার,সিলেট সেভেন সিস্টার সহ ভারতে বিনিয়োগ করার জন্য সিলেটের ব্যবসায়ীদের আহবান জানান। এসএমসিসিআই এর ১ম সহ সভাপতি আব্দুল জব্বার জলিল ভারতের ব্যবসায়ীদের সিলেটে বিনিয়োগ করার আহবান জানান। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। সিলেটের পর্যটন খাত সহ বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহবান জানান। তিনি সিলেটের ব্যবসায়ীদের বিজনেস ভিসা ও ট্যুরিস্ট ভিসা প্রাপ্তীতে সহজীকরণ ও ই-ভিসা প্রথা চালুর আহবান জানান।
সকল স্থানীয় ও জাতীয় প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন পত্রিকা, সংবাদ সংস্থা ও মিডিয়া সমুহে সম্প্রচার/প্রকাশের বিনীত অনুরোধপূর্বক প্রেরণ করা হইলো।প্রেস বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *