অযৌক্তিক-নজিরবিহীন হোল্ডিং ট্যাক্স বাতিল করুন: বাসদ

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক ধার্যকৃত অযৌক্তিক-নজিরবিহীন হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১মে) দুপুর ২টায় চৌহাট্টা-আম্বরখানা এলাকায় গণসংযোগ-লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট নেতা মনজুর আহমদ, ইয়াছিন আহমদ,জুয়েল আহমদ,নুর মোহাম্মদ, হারুন মিয়া,আকবর হোসেন প্রমূখ।

গণসংযোগ কালে নেতৃবৃন্দ বলেন, গত ৩০এপ্রিল সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক ধার্যকৃত অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স ঘোষণার পরপরই নাগরিকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা-হতাশা বাড়ছে।কারণ অতীতে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি পেলেও এবারের বৃদ্ধি নজিরবিহীন।নিত্যপণ্য-গ্যাস-বিদ্যুতের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত। তাছাড়া নাগরিক সেবার মান বৃদ্ধি না করে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।

নেতৃবৃন্দ বলেন, নাগরিকদের মতামত না নিয়ে যেভাবে ট্যাক্স ধার্য করা হয়েছে তা অগ্রহণযোগ্য-অগ্রণতান্রিক-গণবিরোধী। প্রকাশিত এসেসমেন্ট ত্রুটিপূর্ণ-অসচ্ছ।

নেতৃবৃন্দ জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে নাগরিক জীবনের ভোগান্তি সৃষ্টিকারী সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক ধার্যকৃত অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবি জানান। এবং অযৌক্তিক-নজিরবিহীন-গণবিরোধী হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে নগরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *