সাইক্লোনের উদ্যোগে জন্মবার্ষিকী উদযাপন রবীন্দ্রনাথের সাহিত্য স্বমহিমায় ভাস্বর

আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম। তার লেখনী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে, তাঁর সাহিত্যকর্ম স্বমহিমায় ভাস্বর। সাহিত্যের জন্যে রবীন্দ্রনাথের নিরন্তর সাধনা, লেখকদের জন্যে অনুসরনীয়।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২৮১ তম সাহিত্য আসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গত সোমবার সন্ধ্যায় কলামিস্ট বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্তুগাল বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের আহবায়ক এম. শহীদুজ্জামান চৌধুরী।
সাইক্লোনের প্রাক্তন সভাপতি ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা অংশ নেন, ড. শহিদুল ইসলাম এডভোকেট, প্রবাসী কবি এম. কামরুজ্জামান, কবি ছয়ফুল আলম পারুল, কবি ইছমত হানিফা চৌধুরী, কবি রাহনামা শাব্বির চৌধুরী, অধ্যাপক জান্নাত আরা খান পান্না, প্রভাষক-কবি ইসরাক জাহান জেলী, কবি সেনোয়ারা আক্তার চিনু, প্রভাষক বিমান বিহারী বিশ^াস, কবি নিলুফার ইসলাম নিলু, ছড়াকার জুবের আহমদ সার্জন, প্রভাষক শেখ মৌসুমী আক্তার আঁখি এবং স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক গল্পকার সেলিম আউয়াল।
সাহিত্যকর্মী ক্বারি মো: শরীফ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সাহিত্য আসরে লেখাপাঠে অংশ নেন, ঔপন্যাসিক সিরাজুল হক, কবি মিনহাজ ফয়সল, কবি কামাল আহমদ, ছড়াকার কবির আশরাফ, সংগঠক নূরুল হক, কবি জেনারুল ইসলাম, ওমর ফারুক, ফেরদৌস মিয়া, জাকারিয়া হোসেন জাকির, মকসুদ আহমদ লাল, কুবাদ বখত চৌধুরী রুবেল, সাজিদুর রহমান প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *