শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠন নেতৃবৃন্দ।
বুধবার (৫ মে) বিকেল ৫টায় নগরীর প্রভাতী লিচুবাগানস্থ সংগঠনের কার্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজি নং- ১২০৬৮ এর সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ।
প্রধান অতিথি রক্তব্যে তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর বিশেষ করে মেধাবী শিক্ষার্থীরা দেশের এক অনন্য নক্ষত্র। আমাদের সবাইকে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে। যেকোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে হবে। স্মার্ট বাংলাদেশ বিণির্মাণে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন পশ্চিম চৌকিদেখী ইউনিট কমিটির সভাপতি মো. রনি, বাদাম বাগিচা ইউনিট কমিটির সহ সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ লিমন, ৪নং ওয়ার্ড ইউনিট কমিটির সভাপতি সানজিদা হোসেন মারওয়া, পূর্ব চৌকিদেখী ইউনিট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিরাট দাশ, পশ্চিম চৌকিদেখী ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মুমিন হোসেন মাজু, পীরমহল্লা ও সৈয়দ মূগনী ইউনিট কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রাতুল শাহ, ইউসুফ আলী, ইমতিয়াজ আকন, নাইম, সামাদ, মুস্তাকিম, ফাহমিদা হোসেন সাফা,সাদিয়া আক্তার রিয়া, সোনিয়া, ময়না, আয়েশা মিম, খুদেজা বেগম এনি প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *