দূর্যোগ বিষয়ে সিলেট আরবান কমিউনিটি ভলান্টিয়ার’র কর্মসূচী

যে কোন দূর্যোগ পরিস্থিতি মোকাবেলা করতে সবার প্রয়োজন গণসচেতনতা। জনসাধারণের মধ্যে সেই গণসচেতনতা সৃষ্টি করতে স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান কমিউনিটি ভলান্টিয়ার কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীদের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠির মধ্যে ভূমিকম্প, অগ্নিকান্ড ও বজ্রপাত বিষয়ে সচেতনতা সৃষ্টির প্রয়াস অব্যাহত রেখেছেন তারা। যাতে করে যেকোন দূর্যোগ পরিস্থিতি মোকাবেলা করা সহজ হয়।
বুধবার (৮ মে) কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত এক সচেতনতা মূলক কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন।
সিলেট আরবান কমিউনিটি ভলান্টিয়ারের সভাপতি আব্দুল আলীম জুয়েলের সভাপতিত্বে ও জান্নাতুল রেসমার পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, সিলেট আরবান কমিউনিটি ভলান্টিয়ারের সদস্য আশরাফুল আলম মাশরাফি, সামিয়া আক্তার, মারিয়া আক্তার, হাবিবা জান্নাত বিউটি, আইরিন বেগম, সাহদিন আহমেদ সামি ও মিম প্রমুখ। গণসচেতনতা কর্মসূচীটি পাড়ুয়া এলাকার সর্বস্তরের জনসাধারণ উপভোগ করেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *