ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করে পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদ।
সোমবার (৬ মে) এক বিবৃতিতে সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. জাকারিয়া আহমদ জাকির ও সাধারণ সম্পাদক মেহরাজ চৌধুরী মিনহাজ সহ সর্বস্থরের নেতৃবৃন্দ এই বিবৃতি দেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করে পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। দখলদার ইসরায়েলকে তাদের কর্মকাণ্ডের জন্য বিচারের মুখোমুখি করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, পৃথিবীর বিষফোঁড়া ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। আমরা তাদের এমন স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *