আলোচনা সভার শুরুতে সারা বিশ্বে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আত্মদানকারী শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, ১৮৮৬ খ্রিষ্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে রাজপথে নামে। এসময় পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। তারপর সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার।
বক্তারা আরও বলেন, আজ এতো বছর পরেও সংবাদকর্মী সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা ন্যায্য মজুরী থেকে বঞ্চিত রয়েছে। আজকের এই দিনে আমরা শ্রমিকদের অধিকার আদায়ে আত্মদানকারী সেইসব শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকদের যথাযথ মুল্যায়নের দাবী জানাই।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, সদস্য মোহাম্মদ আব্দুল মালেক, শামীম আহমদ তালুকদার, মোঃ আবু বক্কর তালুকদার ও হাবিবা আক্তার।
এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের আসন্ন দ্বি-বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সহ বিভিন্ন উপ-কমিটির কাজের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়েছে।