শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট

১৩৮তম মহান মে দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার ১মে সকাল সাড়ে ১১টায় আম্বরখানাস্হ সংগঠনের কার্যালয়ের সামনে জমায়েত শেষে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর বেলাল হোসেন, শহীদ মিয়া, মিন্টু যাদব,হারুন মিয়া,নুরুল ইসলাম, আনোয়ার হোসেন,চা শ্রমিক ফেডারেশনের রত্না বসাক, দিলীপ হালদার, ময়না,বিজয় মোদী, রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ মহানগর শাখার ইউসুফ আলী, আলিমুদ্দিন, মুন্না,সাওন, তুহিন আহমদ,জুয়েল আহমদ, এরশাদ মিয়া,অভি ইসলাম, এমদাদ হোসেন, নজির হোসেন,জামিরুল, সেলিম আহমদ,আলী আকবর, সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, মহান মে দিবসের প্রকৃত চেতনা হচ্ছে পুঁজিবাদী শাসন ব্যবস্থার উচ্ছেদ। আমাদের দেশেও ৫৩বছরের পুঁজিবাদী শাসন বহাল রেখে শ্রমজীবী মানুষের মুক্তি সম্ভব নয়। বক্তারা মে চেতনায় উজ্জীবিত হয়ে বৈষম্যের সমাজ ভেঙে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসার জন্য শ্রমজীবী মানুষের প্রতি আহ্বান জানান ।

বক্তারা অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান,ব্যাটারি চালিত যানবাহন আটক-হয়রানি বন্ধ,
অত্যাবশকীয় পরিষেবা বিল প্রত্যাহার, জাতীয় ন্যূনতম মজুরি ২০হাজার টাকা ঘোষণা,চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬শত টাকা ঘোষণা, শ্রমিকদের দাবি মেনে নিয়ে তারাপুর চা বাগান খুলে দেওয়া, নির্মাণ শ্রমিক ও দিনমজুরদের সারা বছর কাজ নিশ্চিত করা, সার্বজনীন পেনশন স্কীমে শ্রমজীবীদের সরকারী উদ্যোগে যুক্ত করার আহ্বান জানান। বক্তারা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা জানান।
মিছিল শুরুর পূর্বে চারণ সাংস্কৃতিক কেন্দ্র গণসঙ্গীত পরিবেশন করে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *