বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক শিক্ষা ও ক্রীড়ামূলক অরাজনৈতিক সংগঠন ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) নগরীর মির্জাজাঙ্গালস্খ ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে পবিত্র মাহে রমজান এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে গরীব ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রনেতা রকি দেব এর সভাপতিত্বে ও সমাজসেবক দূর্জয় কর্মকার রবি এর পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত মালাকার, সহ-সভাপতি রক্তিম রায়, যুগ্ম-সম্পাদক জয়দেব বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক অন্তরা দেব, ক্রীড়া সম্পাদক বিশাল পাল, কার্যনির্বাহী সদস্য মো: আলী রিয়াদ, অর্পি দে, রবিন দাস প্রমুখ। বিজ্ঞপ্তি
ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ
কমেন্ট