ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট জোনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) নগরীর সোবহানীঘাটে একটি অভিজাত কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সংঠনের সিলেট জোনের সভাপতি মোহাম্মদ ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের ভাইস প্রেসিডেন্ট এমদাদ হোসাইন, পরিচালক শান্তনু দেব, ফ্যাকড ক্যাব এর কেন্দ্রীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ পারভেজ, ভাইস প্রেসিডেন্ট মর্তুজা সরকার হিমেল, সেলটার প্রেসিডেন্ট এডভোকেট খালেদ হোসেন চৌধুরী, ব্রিটিশ কাউন্সিলের এক্সাম কন্ট্রোলার মেজবাহ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন পাটোয়ারী, অফিস সেক্রেটারি মো: জহিরুল ইসলাম রুবেল, সদস্য সুমন আহমদ, জাকারিয়া আহমেদ, জাকির আহমদ সহ আরো অনেকে। বিজ্ঞপ্তি
সিলেটে ফ্যাকড-ক্যাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
কমেন্ট