সোলেমান হোসেন চুন্নু সিলেট : গতকাল ২৫ মার্চ ১৪ই রমজান রোজ সোমবার জিন্দাবাজার একটি অভিজাত হোটেল এ হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রীয় পরিষদ এর উদোগ্যে দোয়া ও ইপতার মাহফিল আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠন সভাপতি আবু সালেহ আহমদ .সিনিয়র সহ-সভাপতি বাউল শিল্পী বিরহী কালা মিয়া, .সহ-সভাপতি শিল্পী এস এম শাহজাহান, সহ সভাপতি শিল্পী আব্দুল খালিক, সহ সভাপতি আং কুদ্দুছ শমশাদ গাজী, প্রতিষটাাতা সাধারন সম্পাদক এম, সোলেমান হোসেন চুন্নু , নাট্যকার এম কামরুল চৌধুরী, প্রকাশক সাখাওয়াত হোসেন পীর, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া,.প্রচার সম্পাদক- এম এস এ মাসুম খান,সহ- প্রচার সম্পাদক নাট্যকর্মী তারেক চৌচুরী, মহিলা সম্পাদিকা .সহ- মহিলা সম্পাদিকা শিল্পী হাবিবা আক্তার ঝুমা,.সমাজকল্যাণ সম্পাদক মোঃআমির উদ্দিন পাভেল,.সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মোঃসুয়েজ হোসেন নির্বাহী সদস্য- মোঃ রুমেল আলী, সোহেল রানা, ,রইছ আকী,সোলেমান হক টিপু রাসেল আহমদ,আফজাল হোসেন প্রমুখ।