১৯৭১ সালের ২৫শে মার্চ গনহত্যার প্রতিবাদে সিলেট নগরীতে আলোর মিছিল ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) রাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা শাখা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের পাকিস্তানী হানাদার বাহিনীরা যেভাবে নির্ভিচারে ২৫ শে মার্চ গনহত্যা করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে ১৯৭১ সালের ২৬শে মার্চ পাকিস্তানি হানদার বাহিনীর উপরে ঝাপিয়ে পড়েছিল বাংলার রাখাল ছেলেরা। তা দমাতে পারেনি ২৫ শে মার্চের গণহত্যা, ছিনিয়ে এনেছিল মহান মুক্তিযোদ্ধের চেতনায় গড়া জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলার সাবেক ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে ও একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট জেলার যুগ্ম সম্পাদক মনোজ কপালী মিন্টু এর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাশ, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা আফতাব মিয়া, সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ঘাতক দালাল নির্মুল কমিটির সহ সভাপতি শামীম আহমদ ভিপি, সহ সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, অবসরপ্রাপ্ত সারজেন্ট আবুল হোসেন, যুগ্ম সম্পাদক সুজিত চৌধুরী, প্রচার সম্পাদক এস এম বিশ^াস পারভেজ, সিলেট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সহ সভাপতি মো. শের আলী, যুগ্ম সম্পাদক মো. শাহিদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মো. রজব আলী, বিশ^জিত কুমার দেব, বশির আহমদ, যুব কমান্ড নেতা শেখ মো. আলম, শামী আহমদ, সৈয়দ নাদীম আহমদ, এজাজ আহমদ, জয় ভৌমিক, পলক দেব, হৃদয় ঘোষ, শিমুল দাশ, সৌরভ মজুমদার, রুহিত কপালী, প্রিতম তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি
২৫শে মার্চ গনহত্যার প্রতিবাদে নগরীতে আলোর মিছিল ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন
কমেন্ট