ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিলে সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) ১৪ রমজান নগরীর নয়াসড়কস্থ ক্রিস্টাল প্যালেস পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়। দলমত নির্বিশেষে একসাথে বসে সবাই ইফতার করেন।
এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় ইফতার ও দোয়ার মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেছেন, এক টেবিলে বসার সুযোগ করেছে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। সিলেটের প্রাচীনতম ঐতিহ্যবাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত ফটো সাংবাদিকদের একমাত্র সংগঠন। এই এসোসিয়েশনের প্রতিটি কার্যক্রম প্রসংসার দাবিদার। সেই ধারা অব্যাহত রাখতে বক্তারা ফটো সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।
ইফতার ও দোয়া মাহফিলে পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, এ ধরনের আয়োজনে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা আরো বৃদ্ধি পাবে। মতের ভিন্নতা সত্ত্বেও পরষ্পরের প্রতি সুহৃদভাবাপন্ন সম্পর্ক তৈরি হবে। বক্তারা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। তিনি রমজান মাসের সংযমের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
ইফতার ও দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাব্বীর আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, দি সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর জামায়াতের আমির মাওলানা ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, সিলেট জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল, সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, কালের কন্ঠের সিনিয়র ফটো সাংবাদিক মীর ফরিদ।
ইফতার মাহফিলে এসোসিয়েশনের সদস্য মরহুম সিএম মারুফ, ইকবাল মনসুরসহ মরহুম সকল সদস্যেদের রুহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি বদরুজ্জোদা বদর, বাংলার বারুদের নির্বাহী সম্পাদক বাবর আহমদ, জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক রবি কিরন সিংহ রাজেশ, সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাঈদ চৌধুরী টিপু, জিডিএফ এর নির্বাহী পরিচালক বায়োজিদ খান, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, রায়হান খান, শারমিন আক্তার রেবা, উৎফল বড়ুয়া, শাহজাহান সেলিম বুলবুল, পিংকু ধর, টুনু তালুকদার, মৃনাল কান্তি দাশ, নাজাত আহমদ পুরকায়স্থ, সাদিকুর রহমান সোহাগ, জাবেদ আহমদ ইমরান, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সিনিয়র সহ সভাপতি ইউসুফ আলী, সহ সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, নির্বাহী সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, আনিস মাহমুদ, মো. নুরুল ইসলাম, এটিএম তুরাব, সদস্য মামুন হাসান, নাজমুল কবীর পাভেল, মো. দুলাল হোসেন, এএইচ আরিফ, শংকর দাস, আনিস রহমান, শাহ মো. কয়েস আহমদ, জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, এসএম রফিকুল ইসলাম সুজন, এইচ এম শহিদুল ইসলাম, শিপন আহমদ, রত্না আহমদ তামান্না, মামুন হোসেন, আজমল আলী, আব্দুল খালিক, ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ, রুবেল মিয়া, ফারহান আহমদ চৌধুরী প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে সিলেটের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের ও বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়। ইফতার মাহফিলে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ও এতিম শিশুরাও অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *