গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর দুইদিনব্যাপী অনুষ্ঠান আজ থেকে

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট ২৫ মার্চ গণহত্যা দিবস ও  ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে।
২৫ মার্চ ভয়াল কালো রাত স্মরণে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে রাত দশটায় জয়ায়েত হয়ে আলোক প্রজ্বলন করবে। ২৬ মার্চ ভোর থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠান পরিচালনা করে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত শহিদমিনার মুক্তমঞ্চে কবিতা,গান,নৃত্য ও পথনাটক পরিবেশিত হবে।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এক বিবৃতিতে সকলের আন্তরিক উপস্থিতি কামনা করেছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *