উপশহরস্থ এবিসি পয়েন্টে যুবলীগের ইফতার বিতরণ রমজানে রোজাদারকে ইফতার করানো মুমিনের বিশেষ আমল: আলম খান মুক্তি

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেছেন, কোনো রোজাদারকে ইফতার করালে আল্লাহ তাআলা রোজাদারের আমল থেকে নয় নিজের পক্ষ থেকে তার প্রতিদান দেন। অন্যকে ইফতার করালে রোজাদারের কোনো নেকি কমানো হবে না। এটা বান্দার প্রতি মহান আল্লাহর একান্ত অনুগ্রহ। রমজানে রোজাদারকে ইফতার করানো হলো মুমিনের বিশেষ আমল। এ বিশেষ আমলের বিনিময়ে মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। এ ছাড়াও রয়েছে অনেক সাওয়াব ও ফজিলত।
তিনি আরো বলেন, সিলেট মহানগর যুবলীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আজীবন কাজ করে যাবে ইনশাআল্লাহ।
তিনি সোমবার (২৫ মার্চ) বিকেলে সিলেট নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের সহ সম্পাদক মনসুর হাসান চৌধুরী সুমন এর উদ্যোগে পথচারী ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাসুম, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু, সহ সম্পাদক মনসুর হাসান চৌধুরী সুমন, আমিনুল ইসলাম আমিন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সদস্য এমদাদুল হক উবেদ, যুবলীগ নেতা সৈয়দ মাহমুদ আলম রনি, মাসুক মিয়া, সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান সমিতির সাধারণ সম্পাদক সাদেক খান, ১৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি এডভোকেট লিটন দেব, ২৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন অপু, ১৪ নং ওয়ার্ড যুবলীগ সহ সভাপতি আব্দুর রকিব, উপশহর ব্লক ছাএলীগ নেতা আব্দুল হামিদ প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *