লন্ডনে এশিয়া উপহমহাদেশের মধ্যে প্রথম বাংলাদেশী সিলেটি বংশোদ্ভুত হারুন মিয়া ‘অল্ডারম্যান’ উপাধিতে ভূষিত হন। তিনি যুক্তরাজ্যের ইষ্টবর্ণ বোরো কাউন্সিল নির্বাচনে টানা চার বার ২০০৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৬ বছর কাউন্সিলর ও ৪ বছর ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন।
তিনি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের কৃতি সন্তান।
এছাড়াও দীর্ঘ চার দশক ধরে বাংলাদেশী কমিউনিটি ও মূলধারার কমিউনিটির সেবায় অবদান রাখায় তাকে এই ‘অল্ডারম্যান’ সম্মাননায় ভূষিত করা হয়। গত বুধবার হারুন মিয়ার হাতে ‘অল্ডারম্যান’ উপাধি, সার্টিফিকেট ও মেডেল তুলে দেন ইষ্টবর্ণ এর মেয়র ক্যানডি ভন।
কমেন্ট