এসএমপি ডিবির অভিযানে ১৬,০১,২৮০/- (ষোল লক্ষ এক হাজার দুইশত আশি) টাকার ভারতীয় চিনি এবং একটি কর্গো ট্রাক সহ ০২(দুই) জন চোরাকারবারীকে গ্রেফতার করেন শাহপরাণ (রহ:) থানা পুলিশ।
উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০২ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে গতকাল-২৩/০৩/২০২৪খ্রিঃ তারিখে অনুমান ভোর ০৬:৪০ ঘটিকায় এসএমপি শাহপরাণ (রহ:) থানাধীন সিলেট তামাবিল বাইপাস রাস্তায় মুরাদপুর পয়েন্টে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। সোহেল রানা (২৯), পিতা- নূর ইসলাম, মাতা- জাহেদা বিবি, সাং- কেশবপুর, ডাকঘর- কেশবপুর, থানা- মান্দা, জেলা- নওগাঁ ২। মো: নাজমুল হোসেন (২৫), পিতা- নজরুল ইসলাম, মাতা জাহেদা বেগম, সাং-যশরাই, ডাকঘর- নারায়ণপুর, থানা- মান্দা, জেলা- নওগাঁদ্বয়কে গ্রেফতার করেন।
তবে গ্রেফতারকালে উক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে ২৭৮ (দুইশত আটাত্তর) বস্তা ভারতীয় চিনি মূল্য অনুমান ১৬,০১,২৮০ /- (ষোল লক্ষ এক হাজার দুইশত আশি) টাকা ও উক্ত ভারতীয় চিনি পরিবহনের কাজে ব্যবহৃত ০১ (একটি) কার্গো ট্রাক যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট- ২৪-৭৩৬৮ পেয়ে জব্দ করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ:) থানায় এজাহার দায়ের করলে এসএমপি শাহপরাণ (রহ:) থানার মামলা নং-১৬, তাং-২৩/০৩/২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি