বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাইস্থ একটি অভিজাত হোটেলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে এই ইফতারের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাসের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এডভোকেট ডক্টর মশিউর মালেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদা হক কনিকা, সহ-সভাপতি মিসেস হেলেন আহমেদ, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, হাজী মঈনুল ইসলাম, শফিউল আলম জুয়েল, কৃষি বিশ^বিদ্যালয় শাখার সভাপতি বদরুল ইসলাম, যুগ্ম সম্পাদক বিধু ভূষণ চক্রবর্তী, কোষাধ্যক্ষ মোজাম্মেল হোসেন মেনন, প্রচার সম্পাদক শাহ জামাল আহমদ, মোহন লাল দাস মৃদুল, রুহেল চৌধুরী, রোকসানা পারভীণ, শিরিন আহমদ, সাহেদা বেগম, তৈবুর রহমান, শাহিন চেয়ারম্যান, তুহিন চৌধুরী, সাইফুল আলম আবুল, শেলী রানী দেব, কাজী হাকিম রাজা, মহানগর সাধারণ সম্পাদক রাজু লস্কর, সহ-সভাপতি আলী আক্তারুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী, দপ্তর সম্পাদক মঈনুল হক।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক এটিএম বদরুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক তফজ্জুল হোসেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *