সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ ০৭ (সাত) জন জুয়ারী’কে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করেন।
উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে শক্রবার (২২/০৩/২০২৪) তারিখ রাত অনুমান ০১.০৫ ঘটিকায় এসএমপি দক্ষিন সুরমা থানাধীন লালাবাজার সাকিনস্থ শাহ সিকন্দর এলাকার মকবুলের কলোনীর পরিত্যাক্ত কক্ষে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে ১। মো: জলিল(৩৪), পিতা- মৃত আমিনুল হক, সাং- শাহ সিকন্দর, লালাবাজার, থানা- দক্ষিন সুরমা, জেলা- সিলেট, ২। তোফাজ্জল আলী(৩৮), পিতা- মৃত ফয়েজ উদ্দিন, সাং- শাহ সিকন্দর, লালাবাজার, থানা- দক্ষিন সুরমা, জেলা- সিলেট, ৩। মাসুক আলী(৫৫), পিতা: মৃত সৈয়দ আলী, সাং- হিলু রাজিবাড়ি, লালাবাজার, থানা- দক্ষিন সুরমা, জেলা- সিলেট, ৪। সামসু মিয়া(৫৮), পিতা: মৃত মাহমুদ আলী, সাং- শাহ সিকন্দর, লালাবাজার, থানা- দক্ষিন সুরমা, জেলা- সিলেট, ৫। শফিক আলী(৩৫), পিতা- মৃত গউছ আলী, সাং- শাহ সিকন্দর, লালাবাজার, থানা- দক্ষিন সুরমা, জেলা- সিলেট, ৬। হরেন্দ্র সূত্রধর(৫৭), পিতা- মৃত হরেশ সূত্রধর, সাং- শেখ কদ্দুস সরকারী প্রাইমারী স্কুলের পাশে, গোয়ালাবাজার, থানা- ওসমানী নগর, জেলা- সিলেট, ৭। নুরুল ইসলাম (৩০), পিতা- আলী আহমদ সাং- করসনা, ২ নং ওয়ার্ড, লালাবাজার, দক্ষিন সুরমা, বর্তমান- জুনুমিয়ার বাড়ি, পশ্চিম বাজার, লালাবাজার, থানা: দক্ষিন সুরমা, জেলা- সিলেটদের গ্রেফতার করে দক্ষিন সুরমা থানার নন এফআইআর নং-৪৪, তাং-২২/০৩/২০২৪খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, উক্ত আসামিদের কে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি