এসএমপি ডিবির অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ০৫(পাঁচ) জন জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১, গোপন সংবাদের ভিত্তিতে, এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন হোটেল মারজান আবাসিক সংলগ্ন চাদঁনীঘাট মাছ বাজারে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।
আসামী ১। মোঃ জয়নাল আহমেদ (৫০), পিতা-মৃত ইসমত আলী, সাং-কতোয়ালপুর, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ২। ইমাম হোসেন (৫৭), পিতা-মৃত আব্দুল করিম, সাং-শ্যামপুর, থানা-,মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ বর্তমান-শাহজালাল বোডিং, বার্থখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। তোফাজ্জল হোসেন (৩৩), পিতা-আলী আকবর, সাং-কাজলা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোণা বর্তমানে-লাউয়াই ক্যাশিয়ারের গ্যারেজ, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৪।মোঃ আশরাফ (৫৪), পিতা-আব্দুর রউফ, সাং-বগডহর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৫। আব্দুল হাফিজ (৩৯), পিতা-মৃত মোঃ সাইদুর রহমান, সাং-মাছবাজার, চাদনীঘাট, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটদের গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-৪৩, তাং-২১/০৩/২০২৪খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, ধারা মূলে উক্ত আসামিদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি