কুখ্যাত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে আদহাম আহমদ ”আদাম” ইব্রাহিম’কে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ 

তবে তার বিরুদ্ধে  ১। (18Y7A) এসএমপি এর এয়ারপোর্ট থানার ,এফআইআর নং-১১/৬৮, তারিখ- ০৮ মার্চ, ২০২০; সময়- ২১.০৫ ঘটিকা। ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড-১৮৬০; , মামলায় তদন্তে সন্দিগ্ধ , ২। (1LSQ7) এসএমপি এর এয়ারপোর্ট থানার ,এফআইআর নং-২৪/২৪, তারিখ- ১১ জানুয়ারি, ২০২১; সময়- ০০.৩০ ঘটিকা। ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯; , এজাহারে অভিযুক্ত/বিবাদী, ৩। (1U9HQ) এসএমপি এর কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-৮৪/৯৯৯, তারিখ- ২৮ ডিসেম্বর, ২০২১; জি আর নং-৯৯৯/২০২১, তারিখ- ২৮ ডিসেম্বর, ২০২১; সময়- ২২.৩০ ঘটিকা। ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯; , এজাহারে অভিযুক্ত/বিবাদী , ৪। (1TSDQ) এসএমপি এর কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-৬৫, তারিখ- ২৮ সেপ্টেম্বর, ২০২২; জি আর নং-৭১৮, তারিখ- ২৮ সেপ্টেম্বর, ২০২২; সময়- ০০.৩০ ঘটিকা ধারা- ১৪৩/৩২৩/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত/বিবাদী – ফাইনাল রিপোর্ট:- ৮৪,, এই মামলায় অব্যাহতি প্রদান করা হয়েছে, ৫। (9CAST) এসএমপি এর এয়ারপোর্ট থানার ,এফআইআর নং-২১, তারিখ- ২৮ জুলাই, ২০২৩; জি আর নং-১৬৮, তারিখ- ২৮ জুলাই, ২০২৩; সময়- ০০.৩০ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; , এজাহারে অভিযুক্ত/বিবাদী – চার্জশীট :-১৯৮, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে চার্জশীট :-১৯৮,  ৬। (2TY5H) এসএমপি এর এয়ারপোর্ট থানার ,এফআইআর নং-২৫/২০১, তারিখ- ২২ অক্টোবর, ২০১৮; সময়- ১৫.২০ ঘটিকা। ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/ ৩৭৯/৫০৬/৩০৭/৩২৪ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত/বিবাদী , ৭। (9ELHB) এসএমপি এর এয়ারপোর্ট থানার ,এফআইআর নং-২, তারিখ- ০৩ জানুয়ারি, ২০২৪; জি আর নং-২, তারিখ- ০৩ জানুয়ারি, ২০২৪; সময়- ২২.৩৫ ঘটিকা। ধারা- 143/341/323/326/379/34 The Penal Code, 1860; , এজাহারে অভিযুক্ত, বিবাদী  সহ মোট ০৭ (সাত) টি মামলা রয়েছে। যেখানে তাকে ৪ নং মামলা হতে বিজ্ঞ আদালত অব্যাহতি প্রদান করেছেন।

এছাড়াও বাকি ০৬ টি মামলায় তার নামে অভিযোগ রয়েছে। সে কিছুদিন যাবত আত্মগোপনে ছিল। পুলিশি তৎপরতার প্রেক্ষিতে তাকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।প্রেস বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *