পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট- তামাবিল সড়কের পরগণা বাজারে অস্থায়ীভাবে বসবাসকারী২০ টি বেদে পরিবারের মধ্যে গণ-মাধ্যম ও সমাজ উন্নয়ন মুলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস মিডিয়া সিফডিয়ার উদ্যোগে বিশিষ্ট সমাজ সেবী ও সিফডিয়ার উপদেষ্টা জুলকার নায়েনের সহযোগীতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
পবিএ রমজানে এইসব পরিবারের সদস্যরা রোজা রাখলে ও তাদের ঘরে সেহরি ও ইফতারের খাদ্য সামগ্রী নেই এই তথ্যাটি অবহিত হয়ে সিফডিয়ার উদ্দ্যোগে গত মঙ্গলবার বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, তৈল,পেয়াজ, ইত্যাদি ।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিফডিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় প্রেসিডেন্ট আব্দুল বাতিন ফয়সল, সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ আব্দুর রশিদ, নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদার ও সিফডিয়ার অফিস সহকারী আফজল আহমদ প্রমুখ।