ভারতের বক্সারকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের আমিনুল ইসলাম

ভারতের রাজধানী নিউ দিল্লিতে ১০ জন আন্তর্জাতিক পেশাদার বক্সার নিয়ে রবিবার (৩ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়েছে সুপার বক্সিং সিরিজ-৬ চ্যাম্পিয়নশীপ। সুপার বক্সিং সিরিজ-৬ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ থেকে অংগ্রহণ করেন সিলেট এমসি কলেজের  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র ও আন্তর্জাতিক পেশাদার বক্সার আমিনুল ইসলাম। দীর্ঘ ৯ মাস পর ১৩তম পেশাদার ফাইটের জন্য আমিনুল ইসলাম বক্সিং রিংয়ে পা রাখেন।

সুপার ফ্লাই ওয়েট ক্যাটাগরিতে ভারতের লাকি মল্লিকের সাথে আমিনুল ইসলাম ফাইট করেন। ৬ রাউন্ডের ফাইটে ভারতের মাটিতে ভারতের বক্সার লাকি মল্লিককে ১ম রাউন্ডে কুপোকাত করে পেশাদার ক্যারিয়ারে ৮ম তম জয় লাভ করেন আমিনুল ইসলাম।

সুপার ফ্লাই ওয়েট ক্যাটাগরিতে বিশ্বে ৭৬২ জন বক্সার আছে তার মধ্যে আমিনুল ইসলাম ২৯০ নাম্বার র‌্যাংকিংয়ে আছেন। ভারতের বক্সারকে সহজেই হারিয়ে দেওয়ার জন্য বিশ্ব র‌্যাংকিংয়ে এখন ২৭০ নাম্বার অবস্থানে আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম বক্সিং রিংয়ে দ্যা লায়ন নামেই পরিচিত।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *