জুয়া খেলার সামগ্রীসহ ১২ জন জুয়ারি’কে  গ্রেফতার করেছে পুলিশ 

এস‌এমপি ডিবির অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১২ জন জুয়ারি’কে  গ্রেফতার করেছে ডিবি পুলিশ। উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১, গোপন সংবাদের ভিত্তিতে, ১৯/০৩/২০২৪খ্রিঃ রাত অনুমান ০২.৪৫ ঘটিকায় এসএমপি কোতয়ালী মডেল থানাধীন বেতেরবাজারস্থ মুড়ি ফ্যাক্টরির পিছনে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে আসামী ১। বদরুল ইসলাম(৪৫), পিতাঃ মৃত ইসমাইল আলী, সাং- মীরমহল্লা, বাসা নং ০৬, থানাঃ শাহপরাণ(রহঃ), জেলাঃ সিলেট, ২। মোঃ জামাল হোসেন(৪৮), পিতাঃ মৃত আব্দুল রশিদ, সাং- দক্ষিণ পশ্চিম পাড়া, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল, বর্তমানঃ ব্যাচেলার কামরান, মহাজনপট্টি, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট, ৩। মোঃ আব্দুর রশিদ(৩২), পিতাঃ মোঃ নুরুল ইসলাম, সাং- দৌলতপুর, থানাঃ হরিনাকুন্ড, জেলাঃ ঝিনাইদহ, বর্তমানঃ আকমল হোসেনের বাসা, শাহপুর, টুকেরবাজার, থানাঃ জালালাবাদ, জেলাঃ সিলেট, ৪। জয়নাল আবেদিন(৫৫), পিতাঃ মৃত গফুর মিয়া, সাং- মৌলভীর গাও, মোগলগাও ইউপি, থানাঃ জালালাবাদ, জেলাঃ সিলেট, ৫। মোঃ বাবুল মিয়া(৩৫), পিতাঃ আসব আলী, সাং- হাছলা, থানাঃ তাড়াইল, জেলাঃ কিশোরগঞ্জ, বর্তমানঃ জাফর আলীর কলোনী, ঘাসিটূলা বেতের বাজার, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট, ৬। কাওসার আহমেদ(৪৫), পিতাঃ আব্দুস সামাদ, সাং- বাগবাড়ি, থানাঃ চুনারুঘাট, জেলাঃ সিলেট, বর্তমানঃ শুভেচ্ছা ৩৩১, শেখঘাট, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট, ৭। আহাদুজ্জামান(৫২), পিতাঃ মৃত মোফাজজল হোসেন, সাং- স্বর্নশিখা ১৫৩, কদমতলী, থানাঃ দক্ষিণ সুরমা, জেলাঃ সিলেট, ৮। মোঃ লিটন মিয়া(৪৫), পিতাঃ মৃত আব্দুল আহাদ, সাং- মৌসুমী ৭৭, মিরাবাজার, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট, ৯। আলী হোসেন(৩০), পিতাঃ মৃত কালা মিয়া, সাং- কান্দিরপথ, সাহেবের বাজার, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ১০। মোঃ কাইয়ুম(৫৫), পিতাঃ মৃত সোহরাব আলী, সাং- সারসিনা, থানাঃ নেছারাবাদ, জেলাঃ পিরোজপুর, বর্তমানঃ তারু মিয়ার বাসা, শাপলাগলি, ওসমানী মেডিকেল, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট, ১১। সিরাজ মিয়া(৪৮), পিতাঃ মৃত হিরা মিয়া, সাং- কালীবাড়ির পাশে, শিববাড়ি, থানাঃ মোগলাবাজার, জেলাঃ সিলেট, ১২। আব্দুল হাই(৫৫), পিতাঃ মৃত তমিজ উল্ল্যাহ, সাং- সুলতানশি, থানাঃ হবিগঞ্জ সদর, জেলাঃ হবিগঞ্জ, বর্তমানঃ ইমাম মোহাম্মদ এর বাসা, ভাতালিয়া, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেটদের গ্রেফতার করে  কোতয়ালী মডেল থানার নন এফআইআর নং-১২৩, তাং-১৯/০৩/২০২৪খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, ধারা মূলে, উক্ত আসামিদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *