ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে পুলিশ

সিলেট শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযান চালিয়ে, ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ এর সার্বিক সহযোগিতায়, শাহপরাণ (রহঃ) থানার এসআই(নিঃ) মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ  ১৮/০৩/২০২৪ খ্রিঃ তারিখে রাত্রিকালীন সিয়েরা-৬১ ডিউটি করাকালে শাহপরাণ (রহঃ) থানাধীন সৈয়দপুরস্থ মুকাররমাতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এর নিচতলায় মকসুদ মিয়ার ভাড়া বাসার নীচতলায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়/বিক্রয় করছে মর্মে, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত থাকা এসআই(নিঃ) মোঃ ইবাদুল্লাহ, বিপি-এএসআই(নিঃ) আল ইমরান বিন রাজ্জাক দের সাথে নিয়ে রাত অনুমান ০০.১০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন সৈয়দপুরস্থ মুকাররমাতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এর নিচতলায় মকসুদ মিয়ার ভাড়া বাসার নীচতলায় পূর্ব ও পশ্চিমে থাকা কক্ষে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করেন।

এবং ধৃত ব্যক্তির শয়ন কক্ষে থাকা ষ্টীলের লকারের ভিতর হতে তার নিজ হাতে বাহির করে দেয়া মতে ক) ২,০০০ (দুই হাজার) পিস হালকা গোলাপী রংয়ের (কথিত) ইয়াবা ট্যাবলেট, প্রতি পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ০.১ গ্রাম করে মোট ওজন (২০০০X০.১)=২০০ গ্রাম, প্রতি পিস ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৩০০ টাকা করে মোট মূল্য (২০০০X৩০০)= ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা, মাদক বিক্রয়লব্ধ সর্বমোট ৭,৪২০ (সাত হাজার চারশত বিশ) টাকা, খ) মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি Realme স্মার্ট ফোন, গ) ০১টি কালো রংয়ের NOKIA বাটন ফোন উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ নজরুল ইসলাম (৫৫), পিতা-মৃত আকদ্দছ আলী, মাতা-মৃত ফাতেমা বেগম, স্থায়ী: (গ্রাম-আইয়র, মৌলভীরচক), উপজেলা/থানা- জকিগঞ্জ, জেলা -সিলেট, বাংলাদেশ: বর্তমান: (গ্রাম-মকসুদ মিয়ার ভাড়া বাসা, সৈয়দপুর), উপজেলা/থানা- শাহপরাণ (রঃ), জেলা -সিলেট, বাংলাদেশ বলে জানায়। উক্ত ঘটনায় ধৃত অভিযুক্তের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-১৩, তারিখ-১৮/০৩/২০২৪খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(খ); রুজু করা হয়েছে। ধৃত আসামীকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *