“দেলোয়ার হোসেন দিলু”
হায় আগুনের লাল শিখাতে ঝরল কত প্রাণ
এখনও তার আওয়াজ শুনি রাখলে পেতে কান
তরতাজা সব মানুষগুলা হইলো পুড়ে ছাই
কে নেবে দায় সেতো ছিল তোমার আমার ভাই ।
দগ্ধ হলো জ্যান্ত মানুষ-কার কি আসে যায়
করছি সবাই পদের বরাই কে নিবে কার দায়
শহর কিংম্বা ট্রেনের ভেতর পুড়ছে মানুষ আজ
বন্ধ ঘরে কেবল শুনি সেই আগুনের রাজ ।
কিন্তু কয় জন-নিচ্ছে খবর দোষ দেবো আর কাকে
শহর জুড়ে মানুষ পুড়ার গন্ধ আসে নাকে
পত্রিকাতে ফিচার আসে-দুই দিন থাকে
শোক এর পরেতে সব ভুলে যায় আমার দেশের লোক ।
হয় না বিচার -সেই খুনীদের যাদের আছে দায়
তারই কেবল এই সমাজের হাতে তালি পায়
কে হাসিল কে মরিল দোষ দেবো আর কারে
নাকের ডগায় মৃত্যু যেন ঘুরছে দ্বারে দ্বারে।
আর কতদিন চলবে এমন পুড়বে তাজা প্রাণ
থামবে কবে এই শহরের মানুষ মারার ফান
মরবে না কেউ নির্বিচারে খুন হবে না প্রাণ
এই শহরের মানুষ তখন গাইবে সুখের গান ।