বেতারবাজার খেয়াঘাট এলাকায় থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী সহ ০৪ জন জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ

কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে বেতারবাজারস্থ খেয়াঘাট এলাকায় থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী সহ ০৪ (চার) জন জুয়ারীকে গ্রেফতার করেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সিলেট মহানগরীতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক, জুয়া ও চোরাচালানীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনাকালে উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর সার্বিক দিক নির্দেশনায় ও কোতোয়োলি মডেল থানা অফিসার ইনর্চাজ এর তদারকিতে, গতকাল ১৩/০৩/২০২৪খ্রিঃ তারিখ ২১.১০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন বেতারবাজারস্থ খেয়াঘাট এলাকায় কতিপয় জুয়ারী জুয়ার আসরে বসে জুয়া খেলছে মর্মে সংবাদ প্রাপ্ত হয়ে, লামাবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ, এসআই(নিঃ)/এএইচএম রাশেদ ফজল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন বেতারবাজারস্থ খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ জন জুয়ারীকে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ১। নয়ন মিয়া (৩০) পিতা- মৃত বাবুল মিয়া, মাতা- জরিনা বেগম, সাং- খুলিয়াটুলা, বাসা নং-নীলিমা-৫৪, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট, ২। শাহেদ আহমদ (২৩) পিতা- খালেক মিয়া, মাতা- আসমা বেগম, সাং-শুভেচ্ছা-২১২, শেখঘাট, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট, ৩। মোঃ জুয়েল মিয়া (৩৫) পিতা- জনাব আলী, মাতা- শেফালী বেগম, সাং-ডিঘীপাড়া, থানা- নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর, বর্তমানে- বেতের বাজার, নান্টু মিয়ার গ্যারেজ, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট, ৪। চন্দন চাষা (৬০) পিতা- মৃত মঙ্গল চাষা, মাতা- মৃত তরু চাষা, সাং- বারাউড়া চা বাগান, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার, বর্তমানে-বেতের বাজার, নান্টু মিয়ার গ্যারেজ, থানা-কোতোয়ালী, জেলা- সিলেট। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস রিলিজ

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *