কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের রামাযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর রামাযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ১৩ মার্চ বুধবার বাদ যোহর প্রধান কেন্দ্র নগরীর ঘাসিটুলা মজুমদাপাড়াস্থ জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্টিত হয়।
বোর্ডের মহাপরিচালক শায়খুলকোররা মাওলানা মোজ্জাম্মিল হোসাইন চৌধুরী এর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী বিলাল আহমদ এর পরিচালনায় অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিরচক মাদ্রাসার মুহতামিম মাওলানা ক্বারী মুহিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বোর্ডের সহকারী মহাপরিচালক মাওলানা ক্বারী মুতিউর রহমান, বোর্ডের মহাসচিব মাওলানা ক্বারী শামসুদ্দীন মু. ইলিয়াস, বোর্ডের অন্যতম প্রশিক্ষক ক্বারী হাফিজ মাওলানা আব্দুল ওয়ারিছ, বোর্ডর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য হাফিজ মাওলানা মাসুক আহমদ, বোর্ডের দফতর সম্পাদক মাওলানা ক্বারী মনজুরুর রহমান চৌধুরী, বোর্ডের শিক্ষক মাওলানা হাফিজ ইকরামুল হক জুনাইদ, মাওলানা ক্বারী সিফাত উল্লাহ, মাওলানা ক্বারী ছাইদুর রহমান, মাওলানা ক্বারী মাহফুজুর রহমান চৌধুরী, মাওলানা হাফিজ সামছুজ্জামান, মাওলানা ক্বারী জয়নাল আবেদীন, মাওলানা ক্বারী সামিম আহমদ, মাওলানা ক্বারী আফজল হোসাইন প্রমূখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চট্টগ্রাম পটিয়া মাদ্রসার অন্যতম প্রশিক্ষক, সাত ক্বিরাতের ক্বারী হাফিজ মাওলানা ক্বারী আব্দুল ওয়ারিছ এর ছুরা ফাতেহা তেলাওয়াতের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।  বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *