ভারতীয় তৈরী ৪৯-বোতল ফেন্সিডিল’সহ এক জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেন পুলিশ

সিলেট-জালালাবাদ থানাধীন শিবের বাজাররস্থ উমাইরগাঁও এলাকা হতে ভারতীয় তৈরী ৪৯(ঊনপঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার সহ (০১) এক জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছেন পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সিলেট মহানগরীতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনাকালে উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর সার্বিক দিক নির্দেশনায় ও জালালাবাদ থানা অফিসার ইনর্চাজ এর তদারকিতে ১১/০৩/২০২৪খ্রিঃ তারিখ এসআই(নিরস্ত্র)/ মোঃ সালাহ উদ্দিন সঙ্গীয় কং/২০৬০ রুমেল মিয়া, কং/১৬৯৯ জসিম উদ্দিন, শিবেরবাজার পুলিশ ফাঁড়ি, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট গোপন সংবাদের ভিত্তিতে সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় ঘটনাস্থল জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউপি’র অন্তর্গত কোম্পানীগঞ্জ টু শিবেরবাজারাগামী রাস্তার উমাইরগাঁও গ্রামস্থ একটি পরিত্যক্ত স-মিল ঘরের সামনে রাস্তার উপর চেকপোষ্ট করাকালে সকাল অনুমান ০৯.৪৫ ঘটিকার সময় একটি মোটরসাইকেল যোগে ০২জন ব্যক্তিকে ঘটনাস্থলের দিকে আসতে দেখে মোটরসাইকেলটি থামানোর জন্য সংকেত দেন। ঐসময় মোটরসাইকেলে থাকা ব্যক্তিগণ পুলিশ দেখতে পেয়ে পুলিশের সংকেত অমান্য করে ঘটনাস্থল হতে দ্রুত চলে যাওয়ার সময় সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় বর্ণিত ব্যক্তি দ্বয়কে আটক করার চেষ্টাকালে মোটরসাইকেল এর পিছনে থাকা ব্যক্তি একটি শীতের জ্যাকেট দ্বারা মোড়ানো একটি লাল রংয়ের শপিং ব্যাগ ফেলে কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ঐসময় ধৃত আসামী মোটরসাইকেল চালক মোবাশ্বর আলী (২৫), পিতা-মৃত বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, মাতা-আফিয়া বেগম, সাং-ভাটরাই, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটকে আটক করতে সক্ষম হন। তখন ঘটনাস্থলে এসআই(নিরস্ত্র)/ মোঃ সালাহ উদ্দিন উপস্থিত সাক্ষীর উপস্থিতিতে ১নং আসামী মবশ্বির আলী (২৫) এর দেহ তল্লাশী করেন। অতঃপর পলাতক আসামী ২। তাজুল ইসলাম (২৮) এর ফেলে দেওয়া (ক) শীতের জ্যাকেট দ্বারা মোড়ানো একটি লাল রংয়ের শপিং  ব্যাগের অভ্যন্তরে মোট ৪৯ (ঊন পঞ্চাশ) বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল (মাদক দ্রব্য), যার প্রতিটি প্লাস্টিকের বোতলের গায়ে ইংরেজিতে PHENSEDYL COUGH SYRUP লেখা আছে। প্রত্যেকটি বোতলে ১০০ ml করে সর্বমোট ওজন = ৪৯০০ml, প্রতিটি বোতলের অনুমান মূল্য ২৫০০/- টাকা করে সর্বমোট মূল্য=১,২২,৫০০/-(এক লক্ষ বাইশ হাজার পাঁচশত) টাকা (খ) মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি নীল রংয়ের পালসার মোটরসাইকেল, যার রেজিঃ নম্বর-সিলেট-ল-১১-৮৯৬৩, যার মূল্য অনুমান-১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার পূর্বক ইং ১১/০৩/২০২৪ তারিখ সময় সকাল ০৯:৫৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করে এবং জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। এই সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ সালাহ উদ্দিন বাদী হয়ে ধৃত আসামী ১। মোবাশ্বর আলী (২৫), পিতা-মৃত বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, মাতা-আফিয়া বেগম, সাং-ভাটরাই, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট ও পলাতক আসামী ২। তাজুল ইসলাম (২৮), পিতা-অজ্ঞাত, সাং-মাঝেরটুক, ছড়ারবাজার ইউপি, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করলে উক্ত বিষয়ে জালালাবাদ থানার মামলা নং-০২, তাং-১১/০৩/২০২৪খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ১৪(খ)/৩৮/৪১ রুজু করা হয়। আটক আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *