প্রয়োজনে পণ্য কিনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহবান জানিয়ে ব্যবসায়ীদের প্রচারণা

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীতে এক সচেতনামূলক কর্মসূচী পালন করা হয়েছে।
রোববার (১০ মার্চ) দুপুরে “পণ্যকিনি প্রয়োজনে মূল্য রাখি নিয়ন্ত্রণে” প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচী পালন করা হয়। “প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পণ্য খরিদ করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চাই সবার সংযম”; নগরবাসীকে এই আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা বলেন, পবিত্র মাহে রমজান আসলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাসাবাড়ীতে বেশী বেশী করে কেনার প্রবনতা দেখা যায়। যা নিজের এবং দেশের অন্যান্য মানুষের জন্য ক্ষতিকর। এ ধরনের প্রবণতা দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখে। এ অবস্থায় যেখানে জিনিষপত্র সবসময় সবখানে পাওয়া যাচ্ছে সেজন্য দৈনন্দিন প্রয়োজনমতো পণ্য কিনে অপচয় এবং বাজারের অস্থিরতা দূর করার জন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান নেতৃবৃন্দ।
প্রচারণা কর্মসূচীতে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা শাখার আহবায়ক মাহি উদ্দিন আহমদ সেলিম, কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব ও সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহমান রিপন, সিলেট জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুর রহমান আতিক, সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কেন্দ্রীয় দোকান মালিক সমিতির যুগ্ম দপ্তর সম্পাদক মো. নাহিদুর রহমান, কেন্দ্রীয় দোকান মালিক সমিতির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নিয়াজ আজিজুল করিম, মহানগর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আব্দুর মল্লিক মুন্না, মিরাবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি ফয়েজ আহম দৌলত, লালবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি জায়েদ খান, কেন্দ্রীয় দোকান মালিক সমিতির যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক মো. মঞ্জুর আহমদ, কালিঘাট ডাক বাংলা রোড ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ জায়েদ উদ্দিন, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য শাহ আহমেদুর রব, কেন্দ্রীয় নজরুল ইসলাম সুমন, জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল ইসলাম, সহ সভাপতি রাসেল আলী, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. আলী আফিক, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ফুয়াদ বিন রশিদ, ট্রেড সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি সাদ আহমদ, সাধারণ সম্পাদক রাজু আহমদ, দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির সদস্য মাশুক আহমদ, সদস্য ও নয়াব আলী ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন আলী, সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন, মিতালী ম্যানশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহিদুল হক, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মুফতি নেহাল, ওয়াহিদ ভিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইয়াসিন সুমন, ওয়েস্ট ওয়াল্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব এস, মুক্তিযুদ্ধা গলি ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক আহমদ প্রমুখ।
তাছাড়াও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদ ও নগরীর বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *