সিরাজদিখানে হাজী জয়নাল আবেদীন কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  পুরষ্কার বিতরণ 

আসিফ ভূর ইসলাম বাঁধন: শনিবার সকাল ১০টায় জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো সিরাজদিখানের হাজী জয়নাল আবেদীন কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময় কুরআন তেলওয়াত, জাতীয় সংগীত, পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।
আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আওলাদ হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিনগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব মতিউর রহমান ইঞ্জিনিয়ার, হাজী আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বাবু নিরোদ রঞ্জন রায়, সমাজসেবক জনাব এ এস এম শাহাদাত হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মফিজুল হক সরদার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর হোসেন মাষ্টার, জনাব আব্দুল হান্নান, জনাব আল আমিন মেম্বার, আফজাল মেম্বার, জনাব আবুল কাশেম, জলিলুর রহমান, আবু বক্কর সিদ্দিক, সাফিয়া আক্তার ফাতেমা, হোসাইন,সাজ্জাদ নূর, হারুন সরকার প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *