লালবাজার থেকে ০৩টি ছোরা সহ ০৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে  পুলিশ

এসএমপির কোতোয়ালী থানার  অভিযানে ০৩টি ছোরা সহ ০৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি  থানাধীনপুলিশ।

সিলেট- তারিখ ০৪/০৩/২০২৪ খ্রি: ১৮.১০ ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন সিলেট বন্দরবাজারস্থ লালবাজার এলাকা হইতে কোতোয়ালি থানা পুলিশ ০৩ টি ছোরা সহ ০৬ জন ছিনতাইকারী ১। সুমন মিয়া (২৪) পিতা- কুটি মিয়া সাং- চৌধুরীগাও বরইকান্দি, থানা- দক্ষিণ সুরমা, সিলেট  A/P – কাজিটুলা দিঘীরপাড় , ২। হৃদয় (১৯) পিতা-মিন্টু মিয়া, সাং- ছড়ারপার থানা-কোতোয়ালি সিলেট ৩। বাবুল মিয়া (২০) পিতা – আতিকুর রহমান সাং- তিরাসিগাও থানা – মোগলা বাজার সিলেট ৪। রিয়াজুল হক (২০) পিতা- হাবিবুর রহমান সাং- ভাটিপাড়া থানা – দিরাই, জেলা- সুনামগঞ্জ A/P- আম্বরখানা  সাঈদ মিয়ার কলোনি ৫। নাঈম (১৮) পিতা- মোনাক মিয়া সাং- জৈন্তা পানিছড়া থানা- জৈন্তাপুর, সিলেট  ৬।  পারভেজ আহমেদ (২৩) পিতা – কুটি মিয়া সাং- বরইকান্দি থানা- দক্ষিণ সুরমা সিলেট A/P- কাজিটুলাকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তাদেরকে কোতোয়ালি মডেল থানা হাজতে রাখা হয়েছে।

প্রেস রিলিজ

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *