মসজিদ আল্লাহর ঘর ও পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান: হাবিবুর রহমান হাবিব এমপি

সিলেট-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি বলেছেন, মসজিদ আল্লাহর ঘর ও পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান। মসজিদ মুমিনের প্রিয় আশ্রয়স্থল। মসজিদকে কেন্দ্র করেই মুসলমানের সামাজিক সম্পর্ক টিকে থাকে, দৃঢ় হয় মুসলিম ভ্রাতৃত্ব। আমি মনে করি ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে এই মসজিদ। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বাংলাদেশের বিভিন্ন স্থানে মডেল মসজিদ নির্মাণ ও মসজিদের উন্নয়ন কাজের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। তিনি সবাইকে সরকারের পাশাপাশি আল্লাহর ঘর মসজিদ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি শুক্রবার (১লা মার্চ) বিকেলে দক্ষিণ সুরমাস্থ নগরীর ৪০নং ওয়ার্ডের আলমপুর (মনিপুর) হাজী মো. ফিরোজ মিয়া জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন।
হাজী মো. ফিরোজ মিয়া জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সুমনের পরিচালনায় দোয়া পরিচালনা করেন কদমতলী পয়েন্ট জামে মসজিদের খতিব মুফতি মজির উদ্দিন কাসেমী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৪০নং ওয়ার্ড কাউন্সিলর লিটন আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল ময়না, আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, প্রকৌশল আব্দুল হালিম, ২৭নং ওয়ার্ডে আব্দুল আহাদ, সমাজকর্মী নজির আহমদ, যুবলীগ নেতা ইকবাল হোসেন মিটু, কৃষকলীগ নেতা শামীম কবির, জেলা তাঁতীগের সহ সভাপতি রিকন পাল, এলাকার বিশিষ্ট মুরব্বী দৌলা মিয়া, নোমানুল হক জুনেদ, জিয়াউর রহমান, জসিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *