নেতাকর্মীদের জেলে রেখে আন্দোলন বন্ধ করা যাবে না : ভিপি মাহবুব

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেছেন, আওয়ামীলীগ জনবিচ্ছন্ন হয়ে অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গেফতার করে জেলে রেখেছে। গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহন্তরীন করে রেখেছে। তাকে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দিচ্ছে না। সারাদেশের ন্যায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহ সিলেটের বহু নেতাকর্মী এখনো কারাগারে রয়েছে। অভিলম্বে সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিএনপির নেতাকর্মীকে কারাগারে বন্দি রেখে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না।
শুক্রবার বিকেলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিব ও কদম আহমদ সহ দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়বক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু আহমদ আনসারীর যৌথ সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আব্দুল মুনিম, দেলোয়ার হুসেন চৌধুরী, আব্দুল রউফ, আব্দুল হাসিম জাকারিয়া, রুণু আহমদ, সৈয়দ আমির আলী, আজিজ খান সজিব, জাহাঙ্গীর মিয়া। সদস্য- আব্দুল জলিল, মিসবাহ আহমদ জেহিন, আমিনুর রহমান আমিন, মেহেদি হাসান সপু, হাসান হাফিজুর রহমান টিপু, জিয়াউল রহমান জিয়া, সোলেমান খাঁ, রুমেল আহমদ রুশন, সেলিম আহমদ, ছালেক আহমদ, সাইদ মাহমুদ ওয়াদুদ, গোলাম মোস্তফা, শামিম আহমদ চৌধুরী, মোঃ সালাউদ্দিন, দিহান আহমদ হারুন, মোঃ আহমদ, হেলাল আহমদ, সৈয়দ রুম্মান আহমদ, জুয়েল আহমদ, নুরুল আমিন, আশিকুর রহমান রানা, মোঃ শামছু,সামাদ প্রমুখ।
মিছিল শেষে পথসভায় সদ্য কারামুক্ত জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রজব আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সেবুল আহমদ ও আলাউদ্দিনকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *