মুক্তিযোদ্ধারা না থাকলে আমরা কখনও একটি স্বাধীন দেশ পেতাম না: আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধারা না থাকলে আমরা কখনও একটি স্বাধীন দেশ পেতাম না। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা এসেছিল। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম।
তিনি আরো বলেন, তৎকালীন পশ্চিম পাকিস্তানী শাসক শ্রেণীর ২৩ বছরের শোষণ-নিপীড়ন থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে দেশমাতৃকার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে রক্তক্ষয়ী সংগ্রাম ও অনেক আত্মত্যাগের বিনিময়ে লাল সবুজের গৌরবের পতাকা উপহার দিয়েছেন তাঁরা। তাই তারাই রাষ্ট্রের নিকট সর্বোচ্চ সম্মানের পাত্র। তাদের সম্মানিত করলেই জাতির মর্যাদা সমুন্নত হবে।
তিনি বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলার উদ্যোগে আয়োজিত মুক্তিযুদ্ধ উৎসবের ৪র্থ দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব এর সভাপতিত্বে ও আংশুমান দত্ত অঞ্চন এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সহ সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, জাতীয় গ্রস্থাকার সিলেট এর উপপরিচালক দিলীপ কুমার দাশ, সমাজসেব অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত, বীর মুক্তিযোদ্ধ আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র রায় দাস, বীর মুক্তিযোদ্ধা মহিব উদ্দিন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা রেনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা কুটু মিয়া, বীর মুক্তিযোদ্ধা তাহের মিয়া, বীর মুক্তিযোদ্ধা আজিজুল রহমান, সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, সিলেট জেলা যুবলীগের সহ সভাপতি সুজিত চৌধুরী, সিলেট এর জেলা শিশু অফিসার সাইদুর রহমান ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মনোজ কপালী মিন্টু, সিলেট জেলার সহ সভাপতি জাকারিয়া চৌধুরী জাকি, মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিশ^াস পারভেজ, দক্ষিণ সুরমার সভাপতি ফয়ছল মাহমুদ, সাধারণ সম্পাদক রুয়েল আহমদ, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রুহেল, সদরের সভাপতি ইউছুব আলী, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহাদাত আনোয়ার, যুবকমান্ড নেতা সেলিম আহমদ, এজাজ আহমদ, কাজী এমদাদ আহমদ, জেলা সন্তান কমান্ডের সদস্য মো. জাবেদ হোসেন, মাহবুব আলম, সমর দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *