মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে: বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে। তাদের কল্যাণে স্বাধীন হয়েছে এ দেশ। তাই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে। সর্বক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করা হচ্ছে। সরকার মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা ক্রমে বাড়িয়ে চলছে। শুধু জীবদ্দশায় নয়, একজন মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পরও তাদের যথাযোগ্য সম্মান দেয়া হচ্ছে। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ৭ মার্চের সেই ভাষণই মূলত বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের দিকে নিয়ে যায়।
তিনি শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট আয়োজিত মুক্তিযুদ্ধ উৎসব ২য় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বীর মুক্তিযোদ্ধা প্রীতি কুসুম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলার অন্যতম মো. তারা মিয়া, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা সভাপতি মনোজ কপালী মিন্টু, সহ সভাপতি জাকারিয়া চৌধুরী জাকি, সহ সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, জেলা সদস্য মাহবুবুল আলম, সদর সভাপতি ইউছুব আলী, সাধারণ সম্পাদক নাঈন আহমদ, যুব কমান্ড নেতা সেলিম আহমদ, এজাজ আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি সোহেল মিয়া প্রমুখ।
এসময় প্রধান অতিথি সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ কে সম্মাননা ক্রেস্ট দেন অতিথিবৃন্দ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *