ঢালপত্র পুরস্কার পেলেন সময়ের জনপ্রিয় ছড়াকার দেলোয়ার হোসেন দিলু

দেলোয়ার হোসেন দিলু একজন জনপ্রিয় ছড়াকার ও শিশুসাহিত্যিক। তিনি সাহিত্যের ছোটকাগজ পিঁপড়ার সম্পাদক মন্ডলীর সভাপতি। ১৯৭০ সালের ৫ মার্চ সুনামগঞ্জের দিরাইয়ে জন্মগ্রহণ করেন। ছন্দবাজ, মেঘের দেশে পরীর বাড়ি ইত্যাদি আলোচিত বই।

এই লেখকের অর্জনের ঝুলিতে রয়েছে কেমুসাস সাহিত্য পুরস্কারসহ আরো অনেক পুরস্কার ও সম্মাননা।

উল্লেখ্য, আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট হাওয়াপাড়ায় সাহিত্য ক্যাফে আয়োজিত বিশিষ্ট ছড়াকার ও ঢালপত্র সম্পাদক জনাব শাহাদাত বখত শাহেদের সভাপতিত্বে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া।

ছড়াসাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা ছড়াসাহিত্যের চারজন ছড়াকারকে ঢালপত্র পদক ২০২৪ প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। মনোনীত প্রত্যেকেই কয়েক দশক ধরে তাঁদের লেখনীর মাধ্যমে ছড়াকে ভিন্ন মাত্রায় নিয়ে এসেছেন। তাদের কাজের স্বীকৃতি স্বরুপ ঢালপত্রের এই অনন্য আয়োজন করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *