প্রবাসীদের মাধ্যমে সারা দেশের মানবিক সহযোগিতার হাত সব সময় প্রসারিত থাকে: এডভোকেট শামসুল ইসলাম

সিলেট জেলার এডিশনার পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, প্রবাসীরা সবসময় দেশের উন্নয়নে রেমিটেন্স পাঠিয়ে দেশের অভুতপূর্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। তারা নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়াচ্ছেন। দেশের মানবাধিকার রক্ষায় সকলকে এক সাথে কাজ করতে হবে। প্রবাসীদের মাধ্যমে সারা দেশের মানবিক সহযোগিতার হাত সব সময় প্রসারিত থাকে।
তিনি গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় সিলেট নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বিএমবিএফ সিলেট বিভাগ ও হাওড় উন্নয়ন পরিষদ সিলেট এর যৌথ উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় সিনিয়র সহ সভাপতি এম আসাদুজ্জামান এর মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে স্বদেশ আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিএমবিএফ সিলেট বিভাগ এর সভাপতি আলহাজ¦ আতাউর রহমান এর সভাপতিত্বে ও হাওড় উন্নয়ন পরিষদ সিলেট এর সভাপতি মনোরঞ্জন তালুকদার এবং সাধারণ সম্পাদক খালেদ মিয়ার যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় সিনিয়র সহ সভাপতি এম আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার নেতা আলহাজ¦ মনির আহমদ, বিএমবিএফ সিলেট জেলার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, বিশ^নাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম এ মতিন, বিএমবিএফ এর সহ সভাপতি বেলাল উদ্দিন, আলহাজ¦ ডা. এম এ রকিব, এডভোকেট সুদীপ বৈদ্য, শ্যামল চৌধুরী, এস এম বিল্লাহ, সিলেট জেলার সাধারণ সম্পাদক আলহাজ¦ তারা মিয়া তালুকদার, নারী নেত্রী শিরিন আক্তার চৌধুরী, আফসানা চৌধুরী, জাহানা বেগম, শেখ আক্তার, আখলাক হোসেন, ইউসুফ সেলু, আবু তাহের, আব্দুল হক, আখলাক হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *