মহান শহীদ দিবসে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের আলোচনা সভা

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেছেন, মহান ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত মাতৃভাষা আমাদের অহংকার। এই ভাষা আজ দেশের পরিমন্ডল অতিক্রম করে বিশ^ দরবারে স্থান করে নিয়েছে। ভাষা আন্দোলন আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত করেছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতার ইতিহাস পরিবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আগামীর প্রজন্মই আমাদের স্বনির্ভর দেশ গঠনের হাতিয়ার।
তিনি (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
আলোচনা সভা শেষে রাতের প্রথম প্রহর ১২টা ১মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা আফতাব মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, মনোজ কপালী মিন্টু প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *