মহান শহীদ দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এম ই ইকবালুর রহমান, সমিতির সহ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী এডভোকেট, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম রিপন, সিনিয়ন আয়কর আইজীবী সিরাজুল হোসেন আহমদ, সদস্য আয়কর আইনজীবী বিধুভূষণ ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এডভোকেট, প্রফেসর ঋষিকেশ ধর, আয়কর আইনজীবী কামাল আহমদ, আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু, আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ, আয়কর আইনজীবী মুস্তাকিম আহমদ কাওছার, আয়কর আইনজীবী মখলিছুর রহমান, আয়কর আইনজীবী মওদুদ আহমদ, আয়কর আইনজীবী আ স ম মুবিনুল হক শাহীন, আয়কর আইনজীবী আসাদুর রহমান তারেক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হলো ৫২’র ভাষা আন্দোলন। সেই থেকে দেশ-মাতৃকার আন্দোলনে এদেশের মানুষ বহুবার রক্ত দিয়েছেন। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তারা আরো বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদেরকে অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে। সভায় বক্তারা উচ্চ আদালত সহ সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালুর জোর দাবী জানান।
সভায় বক্তারা মহান শহীদ দিবসে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির আয়কর আইনজীবী মুস্তাকিম আহমদ কাওছার। গীতা পাঠ করেন প্রফেসর ঋষিকেশ ধর। আলোচনা সভায় অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *