শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সংবর্ধনা ও মাসিক সভা অনুষ্ঠিত

দি সিলেট চেম্বার অব কমার্সের সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরীকে শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় নগরীর শাহজালাল উপশহরস্থ ডি-ব্লক মেইন রোডে পরিষদের কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয় এবং শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি এহতাশেমুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন রুবেল এর পরিচালনায় মাসিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর মো. ফজলে রাব্বী চৌধুরী মাসুম।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, মো: আব্দুল হক জুনু, ফারুক আহমদ, মো. আব্দুস সালাম, মো. শাহিনুর রহমান, মো. মামুনুর রশিদ লিটন, অজি মো. কাওছার, মাছুম ইফতেখার রসুল শিহাব, এস এম শিহাব রহমান, আব্দুল্লাহ আল মামুন সামন, মাহবুব আহমদ চৌধুরী মান্না, এডভোকেট মো. আশরাফ হোসাইন, সুমন, মো. নাজমুল ইসলাম রাহাত প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. শাহিনুর রহমান। সংগঠনের পক্ষ থেকে পরিষদের সভাপতি এহতাশেমুল হক চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *